ভারতে আসছে Oppo Reno 15 সিরিজ: ৭০০০ mAh ব্যাটারি সহ চতুর্থ মডেলের জল্পনা
Content Protected
🥲 Wrong password!
![]() |
| Oppo Reno 15 series tipped to add 7,000mAh battery model |
যদিও চলতি মাসের শুরুতেই চিনে একই নামে একটি ফোন লঞ্চ করেছিল Oppo, তবে ভারতের বাজারে আসা এই মডেলটি সেই চিনা ভেরিয়েন্ট থেকে আলাদা হবে বলেই জানা যাচ্ছে।
সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম
এক্স (সাবেক টুইটার)-এ টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন যে, Reno 15, 15 Pro এবং 15 Pro Mini-র পাশাপাশি ভারতে Reno 15C মডেলটিও লঞ্চ হতে পারে। জানা গিয়েছে, এই ফোনটির দাম ৪০,০০০ টাকার নিচে রাখা হতে পারে।
টিপস্টারের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের বাজারে আসতে চলা Reno 15C-এর সম্ভাব্য ফিচারগুলি হলো:
ডিসপ্লে: ৬.৫৭ ইঞ্চির ফুল-এইচডি LTPS OLED স্ক্রিন, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৪০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে।
প্রসেসর ও স্টোরেজ: ফোনটিতে স্ন্যাপড্রাগন ৬ জেন ১ (Snapdragon 6 Gen 1) চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে— ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ফ্রন্ট ক্যামেরা থাকার কথা জানা গিয়েছে।
ব্যাটারি: এই ফোনের সবথেকে বড় চমক হতে পারে এর ব্যাটারি। এতে ৭,০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা জানা যাচ্ছে।
ফোনটির ওজন ১৮৯ থেকে ১৯৫ গ্রামের মধ্যে এবং এর ঘনত্ব ৮.১৪ মিমি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
চিনা ভেরিয়েন্টের সঙ্গে পার্থক্য
উল্লেখযোগ্য বিষয় হলো, চিনে লঞ্চ হওয়া Oppo Reno 15c-এর স্পেসিফিকেশনের সঙ্গে ভারতের এই সম্ভাব্য মডেলের মিল নেই। চিনা মডেলে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, ওআইএস (OIS) সহ ৫০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং ৬,৫০০ mAh ব্যাটারি রয়েছে। কিন্তু ভারতীয় ভেরিয়েন্টে ৭,০০০ mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট থাকার কথাই উঠে এসেছে। এখন দেখার বিষয়, কোম্পানি অফিশিয়ালি কবে এই চতুর্থ মডেলটি সম্পর্কে ঘোষণা করে।
